বিডিটাইম ডেস্ক
সিলেটের কানাইঘাট উপজেলায় আফসার উদ্দিন আহমেদ নামের এক আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন স্থানীয়রা।
রোববার (১১ মে) দুপুরে কানাইঘাট সদর ইউনিয়নের চটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আফসার উদ্দিন আহমেদ কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন চটিগ্রামে আফসার উদ্দিনের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন ছিল। অনুষ্ঠানে যাওয়ার পথে তিনি একটি সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করতে গেলে এলাকাবাসীর সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে ধাওয়া দিলে তিনি পাশের একটি মসজিদে আশ্রয় নেন। তবে সেখান থেকেও তাকে টেনে বের করে মারধর করা হয়।
পরিস্থিতি আরও উত্তপ্ত হলে স্থানীয়রা তাকে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদের বাড়িতে নিয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সেখানে একটি কক্ষে আফসার উদ্দিনকে ঘিরে এলাকাবাসী এবং কয়েকজন নেতাকর্মী আলোচনা করছেন।
বিএনপি নেতা মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, “চেয়ারম্যান আফসার উদ্দিন দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে এলাকাবাসীর ওপর দমন-পীড়ন চালিয়েছেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আ ফ ম বাহা উদ্দিন নাছিমের ভাইয়ের সহপাঠী পরিচয়ে অনেক অপকর্ম করেছেন। তার বিরুদ্ধে আমাদের নেতাকর্মীদের বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।”
ঘটনার বিষয়ে কানাইঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সায়েম বলেন, “স্থানীয় জনতা চেয়ারম্যান আফসার উদ্দিনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। আমরা তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছি।”
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।