বিডিটাইম ডেস্ক
২০২৪ সালের বার্ষিক আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন চেয়ে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত থাকায় এবার আওয়ামী লীগের কাছে কোনো চিঠি পাঠায়নি সাংবিধানিক এ সংস্থাটি।
সোমবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেন, “বরাবরের মতো দলগুলোর কাছে নিরীক্ষা প্রতিবেদন চেয়ে চিঠি দিয়েছে ইসি সচিবালয়। ২০২৪ পঞ্জিকা বছরের হিসাব চেয়ে এবার ৫০টি নিবন্ধিত দলকে চিঠি দেওয়া হয়েছে।”
প্রতিটি দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানান ইসি কর্মকর্তারা। তারা আরও বলেন, নিবন্ধন স্থগিত থাকায় এবার আওয়ামী লীগের কাছে প্রতিবেদন চাওয়া হয়নি।
উল্লেখ্য, ২০০৮ সালে দল নিবন্ধনের বাধ্যবাধকতা চালুর পর এবারই প্রথম আয়-ব্যয়ের প্রতিবেদন জমা দেওয়ার প্রক্রিয়া থেকে বাদ পড়ল দীর্ঘ সময় রাষ্ট্রক্ষমতায় থাকা আওয়ামী লীগ।
অপরদিকে, এক যুগ পর নিবন্ধন পুনর্বহাল হওয়ায় এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছেও আর্থিক প্রতিবেদন চাওয়া হয়েছে।
বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধনে রয়েছে ৫০টি রাজনৈতিক দল। এর মধ্যে একটি দলের নিবন্ধন স্থগিত এবং চারটি দলের নিবন্ধন বাতিল রয়েছে।
নিয়ম অনুযায়ী, নিবন্ধিত দলগুলোর প্রতিবছর জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আর্থিক লেনদেনের প্রতিবেদন স্বীকৃত চার্টার্ড অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করে জমা দিতে হয়।
আইন অনুযায়ী, পরপর তিন বছর হিসাব না জমা দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিল করার বিধান রয়েছে। এ বছর দলগুলোকে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে বলা হয়েছে।