Top 5 This Week

ইরান থেকে ২৮ বাংলাদেশি পাকিস্তান সীমান্তে পৌঁছেছেন

বিডিটাইম ডেস্ক

যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান থেকে দেশে ফিরতে চাওয়া বাংলাদেশি নাগরিকদের প্রথম দলটি অবশেষে পাকিস্তান সীমান্তে পৌঁছেছে। ২৮ জনের এই দলটি পাকিস্তান সরকারের সহযোগিতায় করাচি গমনের অপেক্ষায় রয়েছে, সেখান থেকে তারা বিমানযোগে বাংলাদেশে ফিরবেন।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাকিস্তান সরকার এই দলটিকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। করাচিতে পৌঁছানোর পর তাদের দেশে ফেরার ব্যবস্থা নেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং পাকিস্তান সরকারের সমন্বয়ে পুরো প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।

ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে অবস্থানরত প্রত্যাবাসনে আগ্রহী বাংলাদেশিদের দেশে ফেরাতে সহযোগিতা অব্যাহত থাকবে। তেহরানে দূতাবাস থেকে চালু করা হয়েছে দুটি হটলাইন নম্বর, যাতে বাংলাদেশিরা জরুরি প্রয়োজনে দূতাবাসের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি পরিস্থিতিতে অনেক বাংলাদেশি এখনই ফিরতে আগ্রহী নন। তবে যারা ফিরছেন, তাদের বেশিরভাগই ইরানে চিকিৎসা নিতে গিয়েছিলেন। প্রত্যাবাসনকারী এই দলে নারী ও শিশুও রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী ধাপে আরও বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish