কুবি প্রতিনিধি,
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অধ্যয়নরত উত্তরবঙ্গের শিক্ষার্থীদের একমাত্র সংগঠন “উত্তরবঙ্গ ছাত্র পরিষদ” এর নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাঈম আহমদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একই ব্যাচের মাহমুদুল হাসান নয়ন।
শুক্রবার (০৯ আগস্ট) রাতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের উপদেষ্টা কমিটি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন দিল্লুর রহমান সাদী, সজীব আহমেদ রিমন, মো: আলী আরাফাত সাফি, মারিয়া রহমান শারমিন, ওয়াহিদ জামান, মো: আব্দুল্লাহ,তামান্না ইয়াসমিন, আবছায়ার মল্লিকা, রাসেল আহমেদ, সাকিল আহমেদ সবুজ, শরিফুল ইসলাম, মো: ফারহান।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে- মো. মাহাবুর রহমান, তন্ময় সরকার, অর্জুন চন্দ্র বর্মন, সেজান খান রিফা, তাসফিয়া তাকী, রুমা রানী দেব শর্মা, ইফফাত আরা নিশিতা।
কমিটিতে সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য দায়িত্ব প্রাপ্তরা হলেন-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেইন, তালহা মুহাম্মদ ওমর, শাকিল সরকার, মো. আবুল হোসেন, ইসরাত জাহান মিম, প্রচার সম্পাদক: জাফর হাবীব, দপ্তর সম্পাদক: কাজী মিরাজ, অর্থ সম্পাদক: শাহরিয়ার আলম সাফল্য।
উল্লেখ্য, উক্ত কমিটি আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ করা হবে এবং এই কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবেন।