Top 5 This Week

কুবিতে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের নবীন বরণ ও ইফতার মাহফিল

কুবি প্রতিনিধি,

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস এসোসিয়েশন এর নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় নবীনদের ফুল ও বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ দিয়ে বরণ করা হয়।

বৃহস্পতিবার (২১শে মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে এ নবীন বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি কুমিল্লা’র সভাপতি প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক মো.আলম, অতিরিক্ত জেলা জজ কুমিল্লা মো.জাহাঙ্গীর, বাংলা বিভাগের অধ্যাপক ড.মুহাম্মদ শামসুজ্জামান মিলকী, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান ও প্রফেসর ডা. আজিজুর রহমান। এছাড়াও সংগঠনের সদস্যরা এবং এতিম শিশুরাও উপস্থিত ছিল।

 

প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার মাধ্যমে আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করি। আমাদের ভবিষ্যৎ লক্ষ্য কি সেটা আমাদের এখন নির্ধারণ করতে হবে। সেজন্য এই সময়টাকে আমাদের নিজেদের,পরিবারের কথা চিন্তা করতে হবে। আমরা যদি বড় কোন কিছু দিয়ে শুরু করতে যাই তাহলে হোঁচট খাওয়ার সম্ভবনা থাকে তাই ছোট জিনিস দিয়ে শুরু করা উচিত।

তাহলেই সফলতা আসবে। আর আমরা যারা আছি সবাই এটাকে পরিবার মনে করি। আমরা যেন কোনো বিবাদে না জড়ায়। মনে রাখবো একতাই শক্তি। আমরা সবসময় মিলেমিশে থাকার চেষ্টা করবো।

গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান বলেন, প্রতি বছরের মত করে এই বছর ও কিশোরগঞ্জ জেলা স্টুডেন্ট এসোসিয়েশন এর নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়। আমরা এ বছর ফুল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটি দিয়ে ৪৫ জন নবীন ছাত্রছাত্রীদের বরণ করি। এছাড়া মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রায় ২৫ জন এতিমদের নিয়ে আমরা ইফতার পর্বটি শেষ করি। আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে সবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়ে তাঁর জীবন ও কর্ম নিজের জীবনে ধারণ করে নিজ নিজ কর্মের মাধ্যমে একটি স্মার্ট সোনার বাংলা গঠনে সহায়ক ভুমিকা পালন করবে। আমি সবাইকে অনুরোধ করব সবাই যেন এই বইটি পড়ে।

 

পাশাপাশি আমরা যেন প্রতিটি কাজে গরীব ও অসহায়দের পাশে থেকে একজন মানবিক মানুষ হিসেবে সামনে এগিয়ে যেতে পারি এটাই সবার প্রতি আমার প্রত্যাশা। অনুষ্টানে আমন্ত্রিত সবাইকে ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব মোঃ আরিফুল ইসলাম পিপিএম (বার)অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) গোয়েন্দা- উত্তরা বিভাগ,ঢাকা মেট্রোপলিটন পুলিশ কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইগুলো উপহার হিসেবে আমাদের দেওয়ার জন্য।

অধ্যাপক ড.মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, আমার একটা প্রত্যাশায় থাকবে আপনাদের কাছে আপনারা কখনো কিশোরগঞ্জের সুনাম ক্ষুণ্ন করবেন না। সবসময় কিশোরগঞ্জের সুনাম ধরে রাখবেন।

সংগঠনের সাধারণ সম্পাদক রবি চন্দ্র দাস বলেন, আমরা জানি আমাদের সংগঠনের স্লোগান ভ্রাতৃত্বের বন্ধনে উজ্জীবিত হয়ে এগিয়ে চলা, সেই প্রতি সূত্রে আমরা এলাকার প্রত্যেকজন শিক্ষার্থী ক্যাম্পাসে বিচরণ করে থাকি। আজকে তোমরা যারা নবীন হয়ে এসেছো তোমাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে এলাকার প্রতিটি মানুষের প্রতি ভ্রাতৃত্বের বন্ধনে উজ্জীবিত হয়ে এগিয়ে চলবে।

প্রতিবছরের ন্যায় আমরা মাহে রমজানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকি,এ বছরে ও সবার সহযোগিতায় আমরা সফলভাবে আয়োজন করতে পেরেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish