Top 5 This Week

কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নতুন দায়িত্বে শাকিল-তালহা

ছবি সংগৃহিত :

কুবি প্রতিনিধি,

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের রোটাবর্ষ ২০২৪-২৫ এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোটা: শেখ শাকিল আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রোটাঃ মোঃ তালহা জুবায়ের।

আজ শুক্রবার (৫ জুলাই) রাত ৮.০০ টায় সংগঠনের নিজস্ব প্রক্রিয়ায় এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ০১ জুলাই, ২০২৪ থেকে এ আগামী ২০২৪-২৫ রোটারি বর্ষের দায়িত্ব পালন করবেন।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি শেখ শাকিল আহমেদ বলেন, ” আমার লক্ষ্য হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এটিকে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে এলিট ক্লাবে রূপান্তরিত করা।আমাদের ক্লাবের সফলতা আমাদের সকল সদস্যের কঠোর পরিশ্রম এবং কমিটমেন্টের ফলাফল। আমি তাদের ধন্যবাদ জানাই এবং আশা করি আমরা একসাথে কাজ করে আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো। আমি সকলের সহযোগিতা কামনা করছি এবং আমাদের ক্লাবের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।”

এবং সাধারণ সম্পাদক মোঃ তালহা জুবায়ের বলেন, “রোটার‍্যাক্ট হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন যা ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীদের মাধ্যমে পরিচালিত। এর উদ্দেশ্য হলো, নিজ ব্যক্তিত্ব বিকাশে তরুন-তরুণীদের মধ্যে জ্ঞান ও কর্ম দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা এবং বন্ধুত্ব ও সেবার সাংগঠনিক কাঠামোর মাধ্যমে এক অপরের মধ্যে উন্নততর সম্পর্ক গড়ে তোলা। রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ে সামাজিক, সেচ্ছাসেবী এবং যুবকদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে, এবং আগামীতে এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ”

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাব ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়ে ক্লাবের সদস্যদের দক্ষতা উন্নয়ন ও বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম যেমন: বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তা, গরিব দুস্থ মানুষকে আর্থিকভাবে সহায়তা, বিভিন্ন সসচেতনতামূলক কর্মসূচি, বৃক্ষরোপন, গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ সহ নানা কার্যক্রম সফলতার সাথে করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish