নিজস্ব প্রতিবেদক,
কুমিল্লার বন্যা কবলিত এলাকায় সাহায্যের জন্য “হেল্প টিম” গঠন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির। ছাত্র শিবিরের কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বন্যা কবলিত মানুষদের সহযোগিতার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা ভিত্তিক হেল্পটিম গঠন করা হয়েছে।”
হেল্প টিমের লাকসাম উপজেলার দায়িত্বে রয়েছেন, সাইফুল ইসলাম -01884-301552
সাফায়েত হোসেন-01612-964275
সাইফুল ইসলাম সুমন-01613-729209
নাঙ্গলকোট উপজেলার দায়িত্বে রয়েছেন,
আবু তৈয়ব তাহমিদ -01632271637
সেলিম ভূইয়া- 01616268682
নেছার উদ্দিন-01877343755
মনোহরগঞ্জ উপজেলা দায়িত্বে রয়েছেন,
রবিউল হোসেন-01788399942
মীর হোসেন-01944-771747
সাইফ শোভন-01635-685955
নজরুল ইসলাম আরো জানান, বন্যার্তরা খাদ্য, পানি,আবাসন সহ যেকোনো প্রয়োজনে হেল্প টিমের দায়িত্বে থাকা ব্যাক্তিদের সাথে যোগাযোগ করলে আমরা তা যথাসাধ্য পূরণ করবো ইনশাআল্লাহ”