বিডিটাইম ডেস্ক
কুষ্টিয়া-৩ (সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন বক্তা মুফতি আমীর হামজা।
রবিবার (২৫ মে) বিকেলে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে জেলা জামায়াত আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে তার প্রার্থিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার।
প্রার্থিতা ঘোষণা উপলক্ষ্যে মোবারক হোসেন বলেন, “কুষ্টিয়া-৩ আসনের মধ্য দিয়ে আমরা প্রায় সব আসনে প্রার্থী ঘোষণা সম্পন্ন করলাম। ২০১৪ কিংবা ২০১৮ সালের মতো প্রহসনের নির্বাচন নয়, জনগণ চায় নিরপেক্ষ সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন। জামায়াতে ইসলামীও সেই দাবি জানিয়ে আসছে।”
তিনি আরও বলেন, “আমরা যে প্রার্থী দিয়েছি, তিনি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও একজন সুপরিচিত ইসলামী চিন্তাবিদ। তার জনপ্রিয়তা মাঠে কাজ করা সহজ করে দেবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস, অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, শহর আমীর এনামুল হক, ছাত্রশিবির শহর শাখার সভাপতি সেলিম রেজা ও জেলা সভাপতি খাজা আহমেদ।
উল্লেখ্য, কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।