Top 5 This Week

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষাকে ঘিরে বাকৃবিতে উৎসবমুখর চাঁদ রাত

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষাকে ঘিরে বাকৃবিতে উৎসবমুখর চাঁদ রাত

সিদ্ধার্থ চক্রবর্তী, বাকৃবি প্রতিনিধি:

আগামী ২৫ অক্টোবর (শুক্রবার) দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৪। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বাকৃবি) সকল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বাকৃবি চত্বরে আগের রাত থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় চত্বরের বিভিন্ন স্থানে বর্ণিল আলোকসজ্জার মাধ্যমে প্রস্তুত করা হয়েছে বিশেষ আয়োজন সমূহ। বাকৃবির বিভিন্ন সংগঠন ও ক্লাব ভর্তি পরীক্ষার্থীদের সাহায্য করার জন্যে অস্থায়ী স্টল বসিয়েছে। এসব স্টলের মধ্যে বাউডিএস, হাসিমুখ, নটরডেমিয়ানস এসোসিয়েশন, এবং বাউ রোট্যারাক্ট ক্লাবের স্টলসমূহ উল্লেখযোগ্য।

এছাড়াও, বিভিন্ন জেলা সমিতির পক্ষ থেকে তথ্য ও সহায়তা প্রদান করার জন্য বিশেষায়িত স্টল সাজানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন অনুষদীয় স্টল থেকেও ভর্তিচ্ছুদের জন্যে নানারকম সহায়তা সেবামূলক ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন হলে পরীক্ষার্থীদের থাকা এবং খাবারের ব্যবস্থাও করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আনন্দ দিতে বাকৃবি চত্বরে এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাকৃবির ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বলেন,  এবার বাকৃবি কেন্দ্রে ১২ হাজার ৬শ ৩৪ জন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিবে। বিশ্ববিদ্যালয়ের ২৪৩ টি কক্ষে এবারের ভর্তি পরীক্ষা হবে।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া জানান, ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। আমরা সার্বিকভাবে প্রস্তুত, পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বাগত জানাতে এবং একটি সুন্দর ও নিরবচ্ছিন্ন পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে সহায়তা প্রদান করছে, যা আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish