বিডিটাইম ডেস্ক
ছয় মাসেরও বেশি সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব আল হাসান। যে কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অঘোষিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে সাকিবকে একাদশে রাখবে কি না, তা নিয়ে জল্পনা ছিল।
শেষ পর্যন্ত লাহোর কালান্দার্স একাদশে জায়গা পায় এই অভিজ্ঞ টাইগার অলরাউন্ডার। তবে প্রত্যাবর্তনের ম্যাচটি তার জন্য হয়ে ওঠে একেবারেই ভুলে যাওয়ার মতো।
লাহোরের জার্সিতে প্রথমবার মাঠে নেমেই ‘গোল্ডেন ডাক’ মারেন সাকিব। দলের ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নামেন তিনি। কিন্তু সাত নম্বরে নেমে প্রথম বলেই বোল্ড হয়ে ফিরতে হয় এই বাঁহাতি ব্যাটসম্যানকে। তার মিডলস্টাম্প উপড়ে ফেলেন পেশোয়ার জালমির পেসার আহমেদ দানিয়েল।
রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে নির্ধারিত সময়মতো খেলা শুরু করা যায়নি। দীর্ঘ বিলম্বের পর ম্যাচটি ১৩ ওভারে সংক্ষিপ্ত করা হয়। লাহোর কালান্দার্স প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই রানই এখন সাকিবদের ডিফেন্ড করতে হবে।
সাকিবের দলে ফেরা ক্রিকেটপ্রেমীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার করলেও তার পারফরম্যান্স হতাশই করেছে সমর্থকদের। তবে দীর্ঘ বিরতির পর মাঠে ফেরা সাকিবের সামনে এখনও নিজেদের প্রমাণের সুযোগ আছে, যদি লাহোর এই ম্যাচে জয় পায় এবং টুর্নামেন্টে টিকে থাকে।