Top 5 This Week

জিয়ার হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত ছিল: অলি আহমদ

বিডিটাইম ডেস্ক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরাসরি জড়িত থাকার অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ড. অলি আহমদ।

তিনি বলেন, “জিয়াউর রহমানের হত্যার পেছনে ছিল একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক ষড়যন্ত্র, যার সঙ্গে দেশের ভেতর থেকেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি ও মহল যুক্ত ছিল। আমি আগেও বলেছি, এই হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত ছিলেন।”

বুধবার (২১ মে) বিকালে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।

অলি আহমদ বলেন, “বাংলাদেশে ভারতের একটি পছন্দের সরকার সব সময়ই প্রয়োজন ছিল। প্রথমে তারা শেখ মুজিবুর রহমানকে সমর্থন দিয়েছিল। পরে যখন শহীদ জিয়াউর রহমান জনপ্রিয় হয়ে ওঠেন এবং নিজস্ব জাতীয়তাবাদী নীতিতে চলতে শুরু করেন, তখন তাঁকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়। সেই ষড়যন্ত্রের চূড়ান্ত রূপ ছিল তাঁর হত্যা, যার সঙ্গে শেখ হাসিনা জড়িত ছিলেন।”

তিনি বলেন, “আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, জিয়ার ঘনিষ্ঠ সহযোদ্ধা। আমি জানি কীভাবে তাঁকে হত্যার পথ সুগম করা হয়েছিল। ইতিহাস একদিন এ সত্য প্রকাশ করবেই।”

শুধু জিয়াউর রহমান হত্যার প্রসঙ্গই নয়, সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা ও অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করেন অলি আহমদ। তিনি বলেন, “বর্তমান সরকার বা অন্তর্বর্তী কর্তৃপক্ষ যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধি না হয়ে গোটা জাতির নেতা হয়ে উঠেন, এটাই এখন সবচেয়ে জরুরি। দেশের এই সংকটময় সময়ে এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ বিপর্যয় ডেকে আনতে পারে।”

মানবিক করিডর ইস্যুতে মতামত জানিয়ে তিনি বলেন, “যুদ্ধ বা আন্তর্জাতিক জটিলতা মোকাবেলায় মানবিক করিডরের মতো স্পর্শকাতর বিষয়ে একক সিদ্ধান্ত গ্রহণ করলে তা বুমেরাং হতে পারে। সব দলের সঙ্গে পরামর্শ করে, জাতীয় ঐক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।”

অলি আহমদ তাঁর বক্তব্যে সরাসরি ভারতের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন। তিনি বলেন, “বাংলাদেশে ভারতের প্রভাব ও হস্তক্ষেপ নতুন কিছু নয়। ভারতের পছন্দের সরকার প্রতিষ্ঠার জন্যই বারবার এই দেশে গণতন্ত্র ও স্বাধীনতা বিঘ্নিত হয়েছে। আজ যেভাবে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে, তা জাতি হিসেবে আমাদের জন্য গভীর উদ্বেগের।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ আত্মমর্যাদাসম্পন্ন, তারা কাউকে দাসত্ব করে না। কোনো বিদেশি শক্তি যদি মনে করে, তারা এই দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে—তবে তারা ভুল করছে।”

সংবাদ সম্মেলনে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক তানভীর হোসেনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা। তারা সবাই দলের অবস্থান তুলে ধরেন এবং জাতীয় ঐক্যের আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish