Top 5 This Week

টেকনাফে ভেসে আসলো মাঝিবিহীন ফিশিং ট্রলার, লুটপাটে ব্যস্ত স্থানীয়রা

বিডিটাইম ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া সমুদ্রসৈকতে আজ (বুধবার) বিকেলে ভেসে এসেছে একটি বড় ফিশিং ট্রলার।

তবে এতে কোনো মাঝিমাল্লা ছিল না। জোয়ারের পানিতে আটকে পড়া ট্রলারটি সাগরের উত্তাল ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই মধ্যে স্থানীয় কিছু লোক ট্রলারটির কাঠ ও মালামাল লুটে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক শোভন কুমার সাহা বলেন, ট্রলারটি বিকেলের দিকে সৈকতে ভেসে আসে। ট্রলারে কোনো লোকজন না থাকায় বিষয়টি সন্দেহজনক। স্থানীয় কোস্টগার্ড এ বিষয়ে খতিয়ে দেখছে।

স্থানীয় জেলে রফিকুল ইসলাম বলেন, “গত কয়েক দিন ধরে সাগর প্রচণ্ড উত্তাল। আজ হঠাৎ করে বড় একটি ট্রলার ভেসে আসে এবং ঢেউয়ের ধাক্কায় সৈকতের কাছে আটকে পড়ে। এরপর কিছু মানুষ কাঠ ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যেতে শুরু করে।”

পুলিশের প্রাথমিক ধারণা, ট্রলারটি মানব পাচারের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল। তবে সাগর অশান্ত হয়ে ওঠায় পাচারকারীরা সেটি ফেলে পালিয়ে গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। কোস্টগার্ড ঘটনাটি তদারকি করছে। প্রয়োজনে আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ট্রলারটির মালিকানা ও এর উদ্দেশ্য সম্পর্কে অনুসন্ধানে নেমেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish