Top 5 This Week

ঢাবিতে ‘জুলাই চত্বর’র উদ্বোধন

বিডিটাইম ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশের একটি নতুন স্থানের নামকরণ করা হয়েছে ‘জুলাই চত্বর’। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান-এর চেতনা পুনরুজ্জীবিত রাখা এবং হাজারো ছাত্র-জনতার আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করতেই এই চত্বরের নামকরণ করা হয়েছে।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে চত্বরটির উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের বীর শহীদ আবু সাইদের ভাই, যিনি এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী বলে মন্তব্য করেন।

‘জুলাই চত্বর’ নামটি এসেছে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত ছাত্রসমাজ, পেশাজীবী, শ্রমিক ও মেহনতি মানুষের সম্মিলিত উদ্যোগ থেকে। তাদের বিশ্বাস, জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে একটি মোড় পরিবর্তনের ঘটনা, যা স্বাধীনতা-পরবর্তী সময়ে গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের অন্যতম প্রেরণা হিসেবে কাজ করেছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই চত্বর কেবল একটি নাম নয়, এটি একটি ইতিহাসের জীবন্ত সাক্ষ্য। নতুন প্রজন্মকে এটি প্রতিবাদ, আত্মত্যাগ ও সংগ্রামের শিক্ষা দেবে।”

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে ছাত্র আন্দোলনের এক গৌরবময় অধ্যায়। বহু মানুষের আত্মত্যাগ ও সাহসিক সংগ্রামের মধ্য দিয়ে এই আন্দোলন জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার পথ দেখিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish