বশেমুরবিপ্রবি প্রতিনিধি,
শিক্ষার্থীদের একাডেমিক সুবিধার্দি প্রাপ্তিতে কোনো কার্যকর ভূমিকা রাখতে না পারা, নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালনে ব্যর্থ হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদের ডীন এবং কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. নাজমুল হক শাহীন পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১৪জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমানের কাছে জমা দেওয়া পদত্যাগ পত্র থেকে এ তথ্য জানা যায়।
তবে সূত্র বলছে, বিশ্ববিদ্যালয়ের ASVM বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের লেভেল -৫ সেমিস্টার -২ এর শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রামের ব্যয় সম্পর্কিত একটি প্রস্তাব ১০ অক্টোবর ২০২৩ ও ২০ ফেব্রুয়ারি ২০২৪ স্মারকলিপি আকারে উপাচার্য নিকট প্রেরণ করে।
২৭ ফেব্রুয়ারি ২৪ উপচার্য মহোদয় ব্যয় সম্পর্কিত প্রস্তাবটির অনুমোদন ও দেন। কিন্তু পরবর্তীতে অজ্ঞাত কারণ দেখিয়ে প্রস্তাবটির অনুমোদন আটকে দেওয়া হয়।
ASVM বিভাগের সভাপতি এবং অনুষদের ডীনের সম্মিলিত প্রচেষ্টায়ও কোনো সমাধান না হওয়ায় তিনি পদত্যাগ করেন। তবে এবিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনও উপাচার্য থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ASVM বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, শিক্ষার্থীদের রিপোর্ট সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের সম্মানী ভাতা, প্রশিক্ষণ খরচ পরিশোধ না করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান শিক্ষার্থীদের রিপোর্ট চূড়ান্তভাবে প্রদান করতে পারছে না। এতে উক্ত শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফাইনাল রেজাল্ট প্রকাশেও বিলম্বের সৃষ্টি হয়েছে । এতে অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এম.এস কোর্সে ভর্তি হতে পারছে না এবং অনেকে কর্মক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রেও বাঁধার সম্মুখীন হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।