Top 5 This Week

পাবিপ্রবিতে অবশেষে মিললো নিরাপদ পানির ফিল্টার

 

 পাবিপ্রবি প্রতিনিধি,

 

দীর্ঘদিন ধরে নিরাপদ পানির সংকটে ভুগছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, ক্যাম্পাসের গভীর নলকূপগুলো নষ্ট হয়ে যাওয়ায় নিরাপদ পানির ভোগান্তি বেড়েছে শিক্ষার্থীদের । শিক্ষার্থীদের নিরাপদ পানির সংকট নিয়ে জাতীয় দৈনিক সংবাদ প্রকাশ করলে টনক নড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ।

সংবাদের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গণমাধ্যম কর্মীদের দ্রুত সময়ের মধ্যে নিরাপদ পানির ফিল্টার বসানোর আশ্বাস দেন। তারই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীদের নিরাপদ পানির জন্য পাঁচটি (০৫) ফিল্টার বসিয়েছেন প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়, ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন, প্রকৌশল ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া এবং মেডিক্যাল সেন্টারের নিচ তলায় নিরাপদ পানির ফিল্টার বসানো হয়েছে। শিক্ষার্থীরা এখান থেকে পানি পান করতে পারবেন।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. নাজমুল হোসেন বলেন, “নিরাপদ পানির সংকটের বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীরা আমার কাছে আসার পর আমি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে এর সমাধান দেওয়ার আশ্বাস দেই। পরে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবহিত করি এবং অনুরোধ করি যেন শিক্ষার্থীদের সমস্যাটা দূর করার ব্যবস্থা করে। অবশেষে সেটা আমরা করতে পেরেছি এটাই বড় আনন্দের”।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য, আমরা শিক্ষার্থীদের সমস্যাটা সমাধান করতে পেরে আনন্দিত। গণমাধ্যমকে আমরা ওয়াচডগ বলে থাকি। বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম কর্মীরা সেই কাজটি করেছে। তারা শিক্ষার্থীদের খাবার পানির সমস্যাটা আমাদের দেখিয়ে দিয়েছে, আমরা সেটি সমাধান করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish