Top 5 This Week

পাবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন

পাবিপ্রবি প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ফার্মাসী বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. শরিফুল হকের নেতৃত্বে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ড.এম.এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা অতিক্রম করে স্বাধীনতা চত্তরে এসে ফটো সেশন শেষে র‍্যালিটি আবার একাডেমিক ভবনের সামনে গিয়ে কেক কাঁটার মাধ্যমে শেষ হয়।

এসময় বিভাগটির শিক্ষকদের মধ্যে সহকারী অধ্যাপক মোছা: রেশমা আক্তার, সহকারী অধ্যাপক সুলতানা শাকিলা খাঁন,প্রভাষক মোঃ  আশরাফুল ইসলাম, প্রভাষক আব্দুল আলী ভূইয়া সহ উপস্থিত ছিলেন বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, দিবসটি উপলক্ষে আজ বিকেল সাড়ে চারটার দিকে একাডেমিক ভবনের গ্যালারী-২ তে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish