বিডিটাইম ডেস্ক
বগুড়ার রহমান নগর এলাকা থেকে এক অসুস্থ ভুবন চিল উদ্ধার করেছে পরিবেশবাদী শিক্ষার্থীদের সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)’।
বুধবার (২১মে) সকালে পাখিটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধারকাজে নেতৃত্ব দেন তীরের সভাপতি আশা মনি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি হোসেন রহমান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক সুজন মিয়া ও সহপ্রচার সম্পাদক জাকারিয়া।
আশা মনি বলেন, “উদ্ধারের সময় পাখিটির অবস্থা ভালো ছিল না। বন বিভাগের পরামর্শ অনুযায়ী তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ভুবন চিল একটি গুরুত্বপূর্ণ শিকারি পাখি। তবে খাদ্য ও আবাসস্থল সংকটে তারা এখন হুমকির মুখে। সংরক্ষণের জন্য আমাদের আরও সক্রিয় হওয়া দরকার।”
উল্লেখ্য, ২০১১ সাল থেকে তীর সংগঠনটি পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে আসছে। ইতিমধ্যে তারা দেশের সর্বোচ্চ জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ পদক অর্জন করেছে।