Top 5 This Week

বগুড়ায় ডিবি পরিচয়ে প্রতারণা: আটক ২

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় নিজেদের ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) সকালে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটক দুই প্রতারক হলেন—দুপচাঁচিয়া উপজেলার শামীম আহম্মেদ ও শহরের সুলতানগঞ্জ এলাকার তাফসির। তাদের কাছ থেকে ওয়াকিটকি সদৃশ মোবাইল ফোন, ইলেকট্রনিক শক মেশিনসহ বিভিন্ন প্রতারণার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, আটকরা পৃথক দুটি ঘটনায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করছিল। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে এবং পলাতক অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী মারুফ ইসলাম জানান, গোদারপাড়া বাজারের একটি বিকাশ দোকানে পাওনা টাকা নিতে গেলে শামীম আহম্মেদ নিজেকে ডিবি পুলিশের প্রধান পরিচয় দিয়ে ফোন করে তাকে ভয় দেখান। একপর্যায়ে ৪৫ হাজার টাকা জোর করে আদায় করেন। এরপর ডিবি পুলিশ ৫ জুলাই ভোরে অভিযান চালিয়ে শামীমকে আটক করে।

অন্যদিকে, ভুক্তভোগী মেহেদী হাসান শাওনকে মোবাইলে ফোন করে ডিবি রেজা পরিচয়ে ৫০ হাজার টাকা দাবি করা হয়। বলা হয়, তার নামে একাধিক মামলা রয়েছে। টাকা না দিলে গ্রেফতার করা হবে। পরে টাকা নিতে গেলে তাফসিরকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরও ৪-৫ জন পালিয়ে যায়।

পুলিশ বলছে, এসব প্রতারক দীর্ঘদিন ধরে ডিবি পরিচয়ে সাধারণ মানুষকে টার্গেট করে চাঁদা আদায় করছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish