Top 5 This Week

বনশ্রীতে গৃহকর্মী হত্যা মামলায় স্বামী-স্ত্রীর চার দিন রিমান্ড

বিডিটাইম ডেস্ক

রাজধানীর বনশ্রীতে মরজিনা আক্তার (১৭) নামে এক গৃহকর্মীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গৃহকর্তা মাহবুবুল হক চৌধুরী ওরফে বাবর আলী (৫৯) এবং তার স্ত্রী জামিলা চৌধুরী (৪৫)–এর চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২০ জুন) দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা। তিনি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার (এডিসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (১৯ জুন) হবিগঞ্জ থেকে বাবর আলী ও জামিলা চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, প্রতি মাসে তিন হাজার টাকা বেতনে প্রায় ১১ মাস আগে মরজিনা গৃহকর্মী হিসেবে বাবর আলীর বাসায় কাজ শুরু করেন। কিছুদিন পর থেকেই তিনি পরিবারের সদস্যদের মাঝে মাঝে ফোন করে শারীরিক নির্যাতনের কথা জানান। একপর্যায়ে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মরজিনার চাচা আব্দুর রহমান গত ১২ এপ্রিল বনশ্রী থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, ২০ মার্চ তিনি ওই বাসায় গিয়ে দেখেন মরজিনা নেই। এ ঘটনায় পরিবারের সন্দেহ বাড়ে এবং পরে তদন্তে উঠে আসে তার নিখোঁজের পেছনে গৃহকর্তা ও গৃহকর্ত্রীর সংশ্লিষ্টতা রয়েছে।

ঘটনার গভীরতা ও প্রকৃত তথ্য উদ্‌ঘাটনে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish