কুমিল্লা প্রতিনিধি
ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের ঢলে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় মুহুরী ও সিলোনিয়া নদীর অন্তত ১৫টি পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ জনপদ, ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে শুরু হওয়া এ বন্যায় এখনো বাড়ছে পানির প্রবাহ। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেমেছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে পরশুরামে এক গর্ভবতী নারী পানিবন্দি হয়ে পড়েন। খবর পেয়ে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয় পরশুরাম মডেল থানা পুলিশ।
ফুলগাজীতেও একই ধরনের পরিস্থিতিতে পুলিশ, ফায়ার সার্ভিসসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। পুলিশ জানিয়েছে, দুর্গত এলাকাগুলোতে শুকনো খাবার, রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ চলছে।
ফেনী জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেনী জেলা পুলিশের উদ্ধার তৎপরতা, ত্রাণ বিতরণসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে কাজ করছে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা।