বিডিটা্ইম ডেস্ক
বিএনপির দেওয়া সমর্থনপত্র এখন গণঅধিকার পরিষদের জন্য ‘অভিশাপে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
তাঁর অভিযোগ, ওই চিঠির পর থেকেই স্থানীয় বিএনপি নেতাদের মদদে গলাচিপা ও দশমিনায় গণঅধিকার নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা চলছে।
শুক্রবার (১৩ জুন) বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলা রেস্ট হাউজের সামনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন নূর।
তিনি বলেন, “গতকাল গলাচিপা ও দশমিনার বিভিন্ন এলাকায় আমাদের ১৭টি অফিস ভাঙচুর করা হয়েছে, দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে, আহত হয়েছেন ১২০ জন। চরকাজল, চরবিশ্বাস, পাতাবুনিয়া, কালারাজা এলাকায় আমাদের নেতাকর্মীরা মারধরের শিকার হয়েছেন।”
নূরের অভিযোগ, “পটুয়াখালীতে আমি ৫ আগস্টের পর ঢোকার সময় থেকেই হামলা শুরু হয়। এই সহিংসতা বিএনপি নেতা হাসান মামুনের মদদে ঘটছে। তিনি ধারাবাহিকভাবে সংঘর্ষের পরিবেশ সৃষ্টি করে রেখেছেন।”
বিএনপির এক অভ্যন্তরীণ চিঠির প্রসঙ্গ টেনে ভিপি নূর বলেন, “এই চিঠিই এখন সংঘর্ষের উৎস। বিএনপির আশীর্বাদের চিঠি আমাদের জন্য অভিশাপ হয়ে গেছে।”
সংগঠনটির নেতাকর্মীদের উদ্দেশ্যে নূর বলেন, “ঘটনার প্রমাণ সংগ্রহ করে মামলা করুন। প্রশাসনের সহায়তা নিন। গতকালের হামলার পর আমরা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁদের ভূমিকা দেখেই আমরা পরবর্তী করণীয় ঠিক করব।”
তিনি আরও বলেন, “আপনারা (বিএনপি) বড় দল, আপনাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক। নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।”
সংবাদ সম্মেলনে জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহ আলম সিকদার, উপজেলা কমিটির সভাপতি হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন মুন্সীসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২২ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নুরুল হক নূরের সাংগঠনিক কার্যক্রমে সহায়তা করতে স্থানীয় বিএনপি নেতাদের নির্দেশ দেওয়া হয়।