ববি প্রতিনিধি
তীব্র দাবদাহে পুড়ছে সমগ্র দেশ। গাছপালা তরুলতা নুয়ে পড়ছে রৌদ্রতাপে। চলমান এ দাবদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মহান আল্লাহর দরবারে ইসতিসকার বিশেষ নামাজ আদায় ও মোনাজাত করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খোলা আকাশের নিচে এ বিশেষ নামাজ আদায় করা হয়।
নামাজ পরিচালনা করেন ববি কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. গোলাম মোস্তফা।
কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মো. গোলাম মোস্তফা বলেন, এই নামাজের উদ্দেশ্য মহান আল্লাহ তায়ালা যেন এই প্রচণ্ড তাপদাহ থেকে মুক্তি দিয়ে আমাদের রহমতের বৃষ্টি দিয়ে প্রশান্ত করে দেন। সকলকে সাথে নিয়ে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেছি আল্লাহ যেন আমাদের মাফ করে দেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন তীব্র রোদে তাপের কারনে শুধু মানুষ না সকল প্রাণীর জন্য হুমকি হয়ে উঠছে। আসলে এসব আমাদের হাতের কামাই।আজকে এই নামাযের উছিলায় আল্লাহ যেন আমাদের মাফ করে দেন এবং বৃষ্টি দান করেন।