আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বরিশাল গ্রামে একটি বিড়ালের কামড়ে শিশুসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) বিকেলে বাসুদেব ইউনিয়নের এ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—সাবিকুন্নাহার (৩০), রামীম ভূঁইয়া (১০) ও খাদিজা (৫)। তারা তিনজনই চিকিৎসার জন্য আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল মাওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “তিনজন রোগী হাসপাতালে আসেন। তারা জানান, একটি বিড়াল তাদের কামড়েছে। পরে তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।”
তবে বিড়ালটি গৃহপালিত না পথের, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান চিকিৎসক।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে ওই বিড়ালটি জলাতঙ্কে আক্রান্ত কি না, তা নিয়েও উদ্বেগ রয়েছে। সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।