Top 5 This Week

ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের হাবিপ্রবিসাসের ফ্রি শরবত বিতরণ

হাবিপ্রবি প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষাদের ফ্রি শরবত বিতরণ করেছে হাবিপ্রবি সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)।

শুক্রবার (৩ মে) সকাল ৯টা থেকে দূর দূরান্তে থেকে হাবিপ্রবি কেন্দ্রে আসতে শুরু করে পরীক্ষার্থীরা। সকাল থেকে রোদ থাকায় পরীক্ষার্থীরা ও অভিভাকরা অনেক ক্লান্ত হয়ে পড়ে।

তাদের ক্লান্তি দূর করার জন্য বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে হেল্প ডেস্কের মাধ্যমে এই ফ্রি শরবত বিতরণ কর্মসূচি হাতে হাবিপ্রবিসাস।

এনিয়ে পঞ্চগড় থেকে আগত একজন ভর্তি পরীক্ষার্থী বলেন, সকালে বাসা থেকে বেরিয়ে কেন্দ্র আসতে প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছে। গ্রীষ্মের এই রোদে যখন আমরা ক্লান্ত তখন বিনামূল্যে এই শরবত এনে দিয়েছে এক প্রশান্তি।এই ক্যাম্পাসের আতিথেয়তায় মুগ্ধ আমি।

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. তানভির আহমেদ বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক ও সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের এই উদ্যোগ গ্রহণ করা। পাশাপাশি এ বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তিচ্ছু ও সম্মানিত অভিভাবকদের চলমান তীব্র তাপদাহে কিছুটা স্বস্তি দিতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমি এই মহৎকর্মে যুক্ত সমিতির প্রতিটি সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক যোবায়ের ইবনে আলী বলেন, হাবিপ্রবি সাংবাদিক সমিতির সকল সদস্যকে সাথে নিয়ে অত্যন্ত সফলভাবে আমরা কার্যক্রম সম্পন্ন করেছি। সংশ্লিষ্ট সকলের এবং শুভাকাঙ্ক্ষীদের থেকে ব্যপক সাড়া পাচ্ছি। আগামী পরীক্ষাতেও কার্যক্রম চলমান রাখার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, ১০০ লিটার পানিতে শরবত বানিয়ে ওয়ান টাইম গ্লাসে ভর্তি পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় শরবত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish