বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ এর বোনকে চাকরিতে নিয়োগ দিয়েছে প্রশাসন।
বুধবার (৯ অক্টোবর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শহিদ আবু সাঈদ এর বোন সুমি খাতুনকে ল্যাব এটেনডেন্ট পদের বিপরিতে সেমিনার এটেনডেন্ট পদে অস্থায়ি ভিত্তিতে নিয়োগপত্র প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোঃ শওকত আলি।
উল্লেখ্য, বৈষম্য বিরোধি কোটা আন্দলনে প্রথম শহিদ আবু সাঈদ এর পরিবারের অবস্থা বিবেচনায় শিক্ষার্থীরা তার পরিবারের একজন সদস্যকে চাকরির ব্যবস্থা করার আবেদন জানিয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে।