শাবিপ্রবি প্রতিনিধি
কোটা বৈষম্য নিরসনের একদফা দাবি আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জেরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে আহত হয়েছেন ৩শিক্ষার্থী। আহত শিক্ষার্থীরা হলেন, ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির, রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আসাদুল্লাহ গালিব এবং গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম।
রবিবার দিবাগত রাতে (১৫ই জুলাই) রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এসময় সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে মিছিল বের করে। মিছিলে
“তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। সারা বাংলার মাটি রাজাকারের ঘাটি। শাবিপ্রবির মাটি রাজাকারের ঘাটি। রাজাকার আসছে রাজপথ কাঁপছে। চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। সাস্টিয়ান সাস্টিয়ান এক হও এক হও” স্লোগান দিতে দেখ যায়।
বিপরীতে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা শাহ পরাণ হল থেকে ” জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি ” স্লোগানে মিছিল বের করেন।
সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল ও প্রধান ফটক থেকে সাধারণ একত্রিত হয়ে মিছিল বের করে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল থেকে ছাত্রলীগের মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আসলে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে মুখামুখি হয়। পরে দুপক্ষের স্লোগানে উত্তাল হয়ে পড়লে হাতাহাতি হয়। পরে এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দেয়। পরে শিক্ষার্থীরা শাহপরান হলের সামনে এসে স্লোগান দিতে থাকে।
এদিকে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও সৈয়দ মুজতবা আলী হলে এ স্লোগান দেন শিক্ষার্থীরা। এমনকি ছাত্রীদের আবাসিক হলগুলোতে এ স্লোগান দেওয়ার খবর পাওয়া গেছে। একদিকে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ আর অন্যদিকে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয় ক্যাম্পাস।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ‘রাজাকারের বাচ্চা’ বলেছেন। একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে তার মুখে এমন কথা মানায় না। তিনি আমাদের রাজাকারের বাচ্চা বলতে পারেন না। এর প্রতিবাদে আমরা রাস্তায় মিছিল বের করেছি।