বিডিটাইম ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় সরকার বিষয়টি গুরুত্বসহকারে দেখছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ইতিমধ্যে সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে।”
তিনি আরও জানান, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ ও স্বস্তিদায়ক স্থানে পরিণত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। এই উদ্যোগ সফল করতে তিনি সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের যৌথ সহযোগিতা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সোহরাওয়ার্দী উদ্যানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে এক সভায় রাত ৮টার পর উদ্যান এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধসহ সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এসব তথ্য ফেসবুকে আরেকটি পোস্টে শেয়ার করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
মঙ্গলবার দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তর শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
এই মর্মান্তিক ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাতীয়তাবাদী ছাত্রদল খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে।