নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়ায় হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
শুধু দুঃসাহসিক ছিনতাই নয়, এটি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সরাসরি ও পরিকল্পিত হামলার নজির হিসেবে দেখছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।
রোববার (৮ জুন) রাতে হাতিয়ার নতুন সূখচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি মো. মিরাজ উদ্দিন (৩২)–কে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত।
জাহাজমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, পরোয়ানাভুক্ত আসামি মিরাজ উদ্দিনকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় আচমকা ৩০–৪০ জনের সংঘবদ্ধ একটি দল পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে এবং শারীরিকভাবে আঘাত করে। এতে এএসআই অভিজিৎ বড়ুয়া ও পুলিশ সদস্য সুজন কান্তি নাথ গুরুতর আহত হন। পরে ফোর্স গিয়ে তাদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ছিনতাই হওয়া আসামি মিরাজ উদ্দিন নতুন সূখচর গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, “এটি শুধু আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা নয়, বরং পুলিশের ওপর পরিকল্পিত হামলা। ইতিমধ্যে মো. ইয়াছিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০–৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। দোষীদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।