হাবিপ্রবি প্রতিনিধি
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ”দানেশ ব্লাড ব্যাংক, হাবিপ্রবি”র সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আদনান হোসেন পিয়াল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রাইজুল ইসলাম ।
রবিবার (৮ সেপ্টেম্বর) দানেশ ব্লাড ব্যাংকের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপদেষ্টার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।
নতুন কমিটির অন্যান্যারা হলেন সহ-সভাপতি হয়েছেন মোঃ মেহেদী হাসান, মোঃ সহিদ হাসান, তানজিলা সিদ্দিকা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ জুবায়ের আল ফুয়াদ,সজয় কুমার রায়, মোঃ শাহরিয়ার আহমেদ নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে ফাহিম আল ফাহাদ এবং সহ- সাংগঠনিক সম্পাদক পদে মোছাঃ নুসরাত জাহান নির্বাচিত হয়েছেন।
দায়িত্ব পাওয়ার পর সভাপতি আদনান বলেন, ‘করবো রক্ত দান, বাঁচবে লক্ষ প্রাণ’ স্লোগানকে সামনে রেখে ক্যাম্পাসের হাজারো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর প্রয়োজনে বিভিন্ন সময়ে, জরুরি মূহুর্তে রক্তদান, ডোনার ম্যানেজ, রক্তদানে সচেতনতা মূলক ক্যাম্পেইন, ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সহ অসংখ্য মানবিক কাজের মধ্য দিয়ে এগিয়ে চলেছে দানেশ ব্লাড ব্যাংক, হাবিপ্রবি। আশা করি কমিটি গঠনের মাধ্যমে ভবিষ্যতে ভালো কিছু হবে। সর্বোপরি সকলের সুস্বাস্থ কামনা করছি।
সাধারণ সম্পাদক রাইজুল বলেন, দানেশ ব্লাড ব্যাংক-হাবিপ্রবির ৮ম কার্যনির্বাহী কমিটির “সাধারণ সম্পাদক” নির্বাচিত হওয়ায় আমি প্রথমেই মহান আল্লাহ তা’য়ালা ও দানেশ ব্লাড ব্যাংকের সাথে জড়িত সকল উপদেষ্টামন্ডলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছোটবেলা থেকে সামাজিক সেবামূলক কাজ করার প্রবল ইচ্ছা ছিল। সেই লক্ষ্যে ২০২০ সালে ক্যাম্পাস এসে দানেশ ব্লাড ব্যাংকের সাথে যুক্ত হয়ে কাজ শুরু করি।
“দানেশ ব্লাড ব্যাংক-হাবিপ্রবি” একটি অলাভজনক, অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন। রক্তদানের মাধ্যমে মানবসেবার মহান উদ্দেশ্য নিয়ে ২০১৩ ইং সালে এই সংগঠনের যাত্রা শুরু হয়। ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনে “দানেশ ব্লাড ব্যাংক-হাবিপ্রবি” রক্তদান, দাতা ব্যবস্থাপনা, রক্তদান সচেতনতা প্রচার এবং রক্তের গ্রুপিং সহ বিভিন্ন মানবিক কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। দানেশ ব্লাড ব্যাংক- হাবিপ্রবি অন্যান্য মানবিক কাজ করার পাশাপাশি জরুরী রক্তের প্রয়োজনে সেবা প্রদানের মাধ্যমে সবার সাথে কাজ করে। ।