Top 5 This Week

হাবিপ্রবির প্রশাসনিক পদে নতুন ৬ মুখ

 

হাবিপ্রবি প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রশাসনিক দায়িত্ব পেয়েছেন নতুন ৬ মুখ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জরুরী আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ এর অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড . এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

পৃথক অফিস আদেশে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্স এন্ড এডভাইজরি ডিভিশন এর সহকারী পরিচালক পদে এন্টোমলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দীন এবং একই বিভাগের ড. আব্দুল আলীম, সহকারী প্রক্টর পদে ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক রাফিয়া আখতার এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সহকারী হল সুপার পদে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ ফখরুজ্জামান,কবি সুফিয়া কামাল হলের সহকারী হল সুপার পদে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান কে নিযুক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish