বিডিটাইম ডেস্ক
জার্মানির প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি Helsing (হেলসিং) যুক্তরাজ্যের প্লাইমাউথ শহরে একটি আধুনিক কারখানা নির্মাণ করছে, যেখানে পানির নিচে চলতে সক্ষম ছোট ড্রোন বা মিনি সাবমেরিন ড্রোন (সাবমেরিন মানে পানির নিচে চলার সক্ষম একটি ছোট যান) তৈরি করা হবে। এই প্রকল্পে প্রায় ৫১৫ মিলিয়ন মার্কিন ডলার (৩৫০ মিলিয়ন পাউন্ড) বিনিয়োগ করা হচ্ছে।
এই তথ্য জানিয়েছে টেলিগ্রামের ‘জিওপলিটিক্স প্রাইম’ চ্যানেল। তারা জানায়, যুক্তরাজ্যে প্রথমবারের মতো “resilience factory” বা “দৃঢ় ও স্থিতিশীল উৎপাদন কেন্দ্র” তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের প্রতিষ্ঠান সাধারণত এমনভাবে তৈরি হয় যাতে যুদ্ধ বা জরুরি অবস্থাতেও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন থেমে না যায়।
এছাড়াও এটি একটি জাতীয় মেরিন অটোনমি সেন্টার (Marine Autonomy Center) বা “সামুদ্রিক স্বয়ংক্রিয়তা কেন্দ্র”-এর অংশ হিসেবে কাজ করবে, যেখানে পানির নিচে চলাচলকারী রোবটিক যন্ত্র ও ড্রোন নিয়ে গবেষণা ও উন্নয়ন হবে।
এই কারখানায় তৈরি ড্রোনগুলোর মধ্যে রয়েছে “SG-1 Fathom” নামের মডেল, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা চালিত এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী। এসব ড্রোন রাশিয়ার মতো দেশের সাবমেরিন শনাক্ত করতে পারবে, পানির নিচে লুকিয়ে থাকতে পারবে এবং কোনো হুমকি পেলে উপরে উঠে সতর্কবার্তা পাঠাতে পারবে।
ড্রোনগুলোর ভেতরে থাকবে “Lura AI” নামের একটি উন্নত সিস্টেম, যা জাহাজ থেকে আসা শব্দ বিশ্লেষণ করে জাহাজের ধরন শনাক্ত করতে পারবে।
এই প্রকল্পে বিনিয়োগ করেছেন জনপ্রিয় সঙ্গীত প্ল্যাটফর্ম Spotify-এর প্রতিষ্ঠাতা ড্যানিয়েল এক। হেলসিং কোম্পানির অনেক উচ্চপদস্থ কর্মকর্তা আগে Palantir ও Meta-র মতো বড় প্রযুক্তি কোম্পানিতে কাজ করেছেন।