Top 5 This Week

অন্তর-তামিমের নেতৃত্বে লক্ষ্মীপুর স্টুডেন্ট’স ক্লাব

Spread the love

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত লক্ষ্মীপুরের শিক্ষার্থীদের সংগঠন ‘লক্ষ্মীপুর স্টুডেন্ট’স ক্লাব’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের। ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মানছুর আলম অন্তর এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থী মিরাজুর রহমান তামিম।

শনিবার (৮ মার্চ) লক্ষ্মীপুর স্টুডেন্ট’স ক্লাবের বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নাইমুর রহমান রিজভী, মাহমুদুল হাসান অনিক, মুনতাসীর বিল্লাহ, মো. আল আমিন, মো. ইয়াছিন, সাকিউল ইসলাম, ফাহমিদা তাসনিম তিন্নি ,ইসমাইল হোসেন,ফয়সাল বিন সাইদ ও মেহরাজ হোসেন নাহিদ।

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসবে মনোনীত হন জুবায়ের মাহমুদ সাকিব, আল ফাতাহ ইসলাম মাহিয়া, মেহরাজ হোসাইন, সোনিয়া আক্তার,বুশরা জাহান, মো. হান্নান, মাহবুব আলম সাকিব, আহম্মেদ ফরহাদ, শামীম হোসেন,নিলুফা ইসলাম, রাকিব হোসাইন, জান্নাতুল ফেরদৌস, মাহিদুল হাসান তানভীর, মহিউদ্দীন ও ওয়াসিব হায়দার চৌধুরী।

এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন‚ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মো. জামাল হোসেন রাজু। নতুন কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- অর্থ সম্পাদক আরেফিন মেহেদী, উপ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, প্রচার সম্পাদক আব্দুল আজিজ সজিব, উপ-প্রচার সম্পাদক সাকিব হোসেন, দপ্তর সম্পাদক মো. আব্দুল গফফার ফুয়াদ, উপ দপ্তর সম্পাদক আব্দুল কাদের পিয়াস, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ফাহিম হোসেন, ক্রীড়া সম্পাদক আহমাদ আব্দুল তারেক, উপক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, আইন বিষয়ক সম্পাদক জান্নাতুন নাঈম, উপ আইন বিষয়ক সম্পাদক ইসরাত জাহান তৃষা।

এছাড়াও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছেন আমেনা আক্তার, উপ সাংস্কৃতিক সম্পাদক এশা আক্তার অনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদি হাসান, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাউসার হোসেন মিনহাজ, ছাত্রী বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার, উপ ছাত্রী বিষয়ক সম্পাদক সানজানা উদ্দীন সিনথিয়া , আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার মুনিয়া, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইশিরাক আমিন জিসান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুমাইয়া জেরিন জেসকা, উপ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তাসপিক জাহিন রাফি, সাহিত্য বিষয়ক সম্পাদক জিহাদ রহমান, উপ সাহিত্য বিষয়ক সম্পাদক রিফাত জাহান রিপি।

কার্যকরী সদস্য হিসেবে আছেন আরমান হোসেন, শিহাব হোসেন মাহি, মুন্তাকিম উন নুর লামিম, জায়েদুল ইসলাম বিপ্লব, অপর্ণা দেব নাথ, দেওয়ান ইফরান আহমেদ, মো. হাসিবুর রহমান নিলয়, সাবিহা আফরোজ, নুসরাত জাহান।

সংগঠনের সভাপতি মানছুর আলম অন্তর বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই আঞ্চলিক সংগঠনের মানুষগুলোকে খুব কাছে পেয়েছি, তাদের ভালোবাসা পেয়েছি, এটি আসলেই বড় পাওয়া। এখন আমাদের দায়িত্ব এসেছে তাদেরকে নিয়ে সবকিছুকে সুন্দর করার, নতুন উদ্যমে পথ চলার। সিনিয়রদের পরামর্শে ও সবার সর্বোচ্চ সহযোগিতা নিয়ে লক্ষ্মীপুর স্টুডেন্ট ক্লাবের সমৃদ্ধির জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, আগামী এক বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish