অফিস সময়ের তোয়াক্কা নেই ববির মেডিকেল সেন্টারের ৩ ডাক্তারের

0
37
Spread the love
ববি প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের নানা অনিয়মের অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা।যার মধ্যে চিকিৎসকের অনুপস্থিতি, উদাসীনতা ও শিক্ষার্থীদের সাথে যথাযথ ব্যবহারের ঘাটতি উল্লেখযোগ্য।
আজকে কয়েকজন শিক্ষার্থী বেলা ১০ টায় মেডিকেল সেন্টারে গেলেও চিকিৎসকের দেখা মেলেনি। ভোক্তভোগী শিক্ষার্থী নূর মোহাম্মদ বলেন, আমার স্বাস্থ্যগত একটু সমস্যার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে যাই৷ অফিস সকাল নয়টায় শুরু হলেও দশটার পরও কোন ডাক্তার আসেনি৷৷ এভাবে কি একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে।
এর আগে ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সুদীপ কুন্ড সবুজ বলেন,মেডিকেল সেন্টার কীভাবে ১১:০০ টা পর্যন্ত বন্ধ থাকে।তারা সবাই একযোগে কীভাবে  পুষ্পস্তবক অর্পণ বা আলোচনা সভায় যোগ দেয়।
আর এক শিক্ষার্থী অমরেশ মন্ডল অমর বলেন, দুপুরে লাঞ্চ টাইমে সেবা বন্ধ থাকে। যদি কেউ অসুস্থ থাকে বা ওই টাইমের পরে কোন ক্লাস থাকে বললেও তারা পরে আসতে বলে। এটা কোন ধরনের নিয়ম মেডিকেল সেন্টারে।
আর এক শিক্ষার্থী বিপ্রদাস মল্লিক বলেন,সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওদের ব্যবহারটাই কেমন যেন, উদ্ভট।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিস টাইম ৯ ঘটিকায় শুরু হলেও প্রায়শই মেডিকেল এ পাওয়া যায় না ডাক্তার।এর আগেও বিভিন্ন সময় মেডিকেল বন্ধ পান বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এ বিষয় জানতে চাইলে ড. শাম্মী আরা নিপা (সিনিয়র মেডিকেল অফিসার)তিনি বিষয়টি অস্বীকার করেন এবং বলেন আমি উপস্থিত ছিলাম এবং যারা ছিল তারা সবাই আমাকে দেখিয়ে গেছে হয়ত কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে।
ডা. কামরুন নাহার (মেডিকেল অফিসার)তিনি বলেন, আমি উপস্থিত ছিলাম কিন্তু কিছু সময়ের জন্য মেডিকেল এর সামনে ফুফাতো বোনের সাথে কথা বলার জন্য গিয়েছিলাম।
এ বিষয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বলেন,আমাদের কাছে কোন অভিযোগ আসে নায় আসলে অবশ্যই খোঁজ নিতাম। আরো বলেন অনেক সময় গাড়ি আসতে একটু দেরি হয়। আর কেনো কোন ডক্টর ছিল না বিষয়টা আমি অবশ্যই দেখবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here