কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে ১৮ কি.মি সাইকেল রাইড করে বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন করেছে বিশ্ববিদ্যালয়ের সাইক্লিস্টদের সংগঠন ‘সিওইউ সাইক্লিস্ট’।
বুধবার (২৯ মে) সকাল ১১টার দিকে ২০ জন রাইডার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সাইকেল দিয়ে রাইড শুরু করে। তারা কোটবাড়ি , কোটবাড়ি বিশ্বরোড, পদুয়া বাজার, বেলতলী হয়ে ১৮ কিলোমিটার রাইড ক্যাম্পাসে এসে শেষ হয়।
অর্থনীতি বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী ও সিওইউ সাইক্লিস্ট’র রাইডার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, গতকাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৮ বছর পূর্ণ হলেও আবহাওয়া ভালো না থাকার কারণে আমরা আজকে এই ১৮ কি.মি. রাইডটির আয়োজনটি করি। বিশ্ববিদ্যালয় দিবসকে স্মরণীয় করে রাখার জন্য আমরা রাইডটি করেছি।রাইডে সহযোগিতায় ছিল কাশফুল ট্যুরস এন্ড ট্রাভেলস।