Top 5 This Week

অর্থ সহায়তা না পাওয়ায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ভাঙচুর করলেন আহতরা

বিডিটাইম ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দ্বিতীয় ধাপের অর্থ সহায়তা নিয়ে দীর্ঘসূত্রতা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে ক্ষুব্ধ হয়ে ভাঙচুর করেছেন আহতদের একটি অংশ।

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ এলাকায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্বিতীয় দফায় অর্থ সহায়তা দেওয়ার নির্ধারিত তারিখ ছিল আজ, তবে ফাউন্ডেশন তা দিতে ব্যর্থ হয়। এতে ক্ষুব্ধ হয়ে আহত ব্যক্তিরা প্রথমে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ভাঙচুর। এতে অফিসের বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের কর্মকর্তারা।

আহতদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অর্থ সহায়তার আশ্বাস দিয়ে ঘুরানো হচ্ছে। প্রথম ধাপের কিছু অর্থ সহায়তা মিললেও দ্বিতীয় দফার টাকা পেতে বারবার তারিখ পরিবর্তন করা হচ্ছে, যা তাদের ক্ষোভের কারণ।

এ ঘটনার পর সন্ধ্যায় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর আহতদের সঙ্গে বৈঠক করেন এবং তাদের রবিবারের মধ্যে অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কামাল আকবর বলেন, “আহতদের ক্ষোভের একটা বাস্তব প্রেক্ষাপট রয়েছে। আমরা তাদের প্রতি সহানুভূতিশীল। ইতোমধ্যে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ৮০৬ জনকে দ্বিতীয় ধাপের অর্থ সহায়তা দেওয়া হয়েছে। বাকিদেরও ধাপে ধাপে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমরা চেষ্টা করছি অর্থ সরবরাহের রুট সমস্যার সমাধান করতে। বৈঠকে আহতদের আশ্বস্ত করেছি—রবিবারের মধ্যে টাকা দেওয়া হবে।”

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আহতদের প্রতি ধৈর্য রাখার আহ্বান জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish