কুবি প্রতিনিধি
তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অর্ধশতাধিকের ও বেশি বৃক্ষরোপন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ
মঙ্গলবার (২৩ এপ্রিল) মেইন গেটের পাশে, মুক্তমঞ্চ, ডরমিটরিসহ বিভিন্ন জায়গায় প্রায় অর্ধশতাধিক বৃক্ষরোপণ করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সম্ভাব্য পদ প্রত্যাশী ইমাম হোসাইন মাসুম বলেন, তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও SDG অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে প্রায় ৭০-৮০ টি বিভিন্ন ফলজ,বনজ এবং ঔষধি গাছ রোপন করেছি। সেই সাথে গাছগুলো যাতে তীব্র গরমে পানি সংকটে না ভুগে সে ব্যাপারেও আমরা ব্যবস্থা নিয়েছি এবং সজাগ থাকছি।
এসময়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন