Top 5 This Week

অসহায় ও দুস্তদের মাঝে কুবি বিএনসিসির ইফতার সামগ্রী বিতরণ

কুবি প্রতিনিধি

অসহায় ও দুস্তদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুন।

শনিবার (২৩শে মার্চ) বিএনসিসি’র  ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়৷

এসময় উপস্থিত ছিলেন আলফা কোম্পানির ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) মোঃ সামিন বখশ সাদী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট মোঃ তালহা জুবায়ের সহ অন্যান্য রানিং ক্যাডেটবৃন্দ।

এবিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার মোঃ সামিন বখশ সাদী বলেন,
” সৎ, দক্ষ, দেশপ্রেমিক, যোগ্য নেতৃত্ব তৈরি করার মহান উদ্দেশ্যে ১৯৭৯ সালের ২৩শে মার্চ বিএনসিসি প্রতিষ্ঠিত হয়। ক্যাডেটরা দেশের ক্রান্তিকালীন সময়ে দেশ ও বিপন্ন জনগণকে সহায়তা করতে এগিয়ে আসে, তারই পরিপ্রেক্ষিতে আজ আমরা অসহায়,দুস্থ মানুষের মাঝে এই ইফতার ও সাহায্য সামগ্রী বিতরণ করেছি। “

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রথম সংগঠন হিসেবে বিএনসিসি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন ২০০৯ সালের ২৯শে এপ্রিল থেকে তাদের কার্যক্রম শুরু করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish