Top 5 This Week

অস্বাভাবিক ‍ছুটিতে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ

Spread the love

বিডিটাইম ডেস্ক

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, গত ১১ মে থেকে তিনি ছুটিতে রয়েছেন। তার এই হঠাৎ ছুটি ও ঢাকা ত্যাগকে কেন্দ্র করে কূটনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও আলোচনা শুরু হয়েছে। তবে ছুটির প্রকৃত কারণ সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সৈয়দ আহমেদ মারুফের অনুপস্থিতিতে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপ-হাইকমিশনার মুহাম্মদ আসিফ বর্তমানে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। কূটনৈতিক রেওয়াজ অনুযায়ী, হাইকমিশনারের অনুপস্থিতিতে সাধারণত উপ-হাইকমিশনারই দায়িত্ব সাময়িকভাবে পালন করে থাকেন।

উল্লেখ্য, সৈয়দ আহমেদ মারুফ ২০২৩ সালের ৭ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে ঢাকায় তার কূটনৈতিক দায়িত্ব শুরু করেন। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে নানা আলোচনার কেন্দ্রে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish