Top 5 This Week

আইসিপি প্রতিযোগিতায় যবিপ্রবির অভাবনীয় সাফল্য

Spread the love

 

যবিপ্রবি প্রতিনিধি

আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (ICPC Asia West Continent) পশ্চিম এশিয়া মহাদেশীয় অঞ্চলে তৃতীয় ধাপে প্রথম বার এর মতো জায়গা করে নিলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) টিম “জাস্ট ফ্লার” (JUST FLARE)।

সম্প্রতি ICPC Asia West Continent এর ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।

৩ সদস্যবিশিষ্ট জাস্ট ফ্লার টিমের সদস্যরা হলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুম বিল্যাহ্ ও নিলয় দাস এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসিন আরাফাত।

ICPC তে মোট চার ধাপের প্রথম ধাপে ৯ নভেম্বর ২০২৪ তারিখে অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে ২৫০০ দলের মধ্য থেকে ৫৩ তম দল হিসেবে “জাস্ট ফ্লার” টিম দ্বিতীয় ধাপের জন্য নির্বাচিত হয়। দ্বিতীয় ধাপে ৬-৭ ই ডিসেম্বর ঢাকায় অফলাইন প্রতিযোগিতার মাধ্যমে ৩০৭ টি দল থেকে ২২ তম দল হিসেবে তৃতীয় ধাপের জন্য নির্বাচিত হয় “জাস্ট ফ্লার” টিম। তৃতীয় ধাপের প্রতিযোগিতা আগামী ৭-৮ মার্চ ২০২৫ এ ঢাকায় অনুষ্ঠিত হবে। যেখান থেকে তিনটি দল কে ফাইনাল (চতুর্থ ধাপ) প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (ICPC) হলো বিশ্বের বৃহত্তম কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা। এখানে শিক্ষার্থীরা তাদের সমস্যা সমাধানের দক্ষতা এবং কম্পিউটিং দক্ষতা প্রদর্শন ও উন্নত করার সুযোগ পায়। এই প্রতিযোগিতাকে “কম্পিউটার প্রোগ্রামিংয়ের অলিম্পিক” বলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish