Top 5 This Week

আখাউড়ায় গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক ২

বিডিটাইম ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক গৃহবধূকে দড়ি দিয়ে বেঁধে স্বর্ণালংকার লুট করে পালানোর সময় এক যুবক ও এক যুবতীকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। শুক্রবার (২৩ মে) দুপুরে পৌর এলাকার নারায়ণপুরে জয়নাল মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন কসবা উপজেলার সাইফুল ইসলাম ওরফে শাহীন (২৪) ও সুমাইয়া আক্তার (২০)। সুমাইয়া নিজেকে সাইফুলের স্ত্রী দাবি করেছেন। তাঁরা দীর্ঘদিন ধরে কলেজপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। বর্তমানে দুজনই আখাউড়া থানা–হাজতে আটক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় অধিকাংশ পুরুষ বাসার বাইরে থাকায় তরুণী সুমাইয়া পানি চাওয়ার অজুহাতে জয়নাল মিয়ার বাড়িতে প্রবেশ করেন। কিছুক্ষণ পরই যুবক সাইফুল ঘরে ঢুকে গৃহবধূকে দড়ি দিয়ে বেঁধে মুখে কাপড় গুঁজে দেন। তাঁর হাতে গ্লাভস ও দুটি ধারালো অস্ত্র ছিল। এরপর ঘরের ভেতরের স্বর্ণালংকার লুট করে পালানোর চেষ্টা করেন তাঁরা।

তবে গৃহবধূ কোনোভাবে নিজেকে মুক্ত করে রাস্তায় বের হয়ে চিৎকার করলে এলাকাবাসী দ্রুত ছুটে এসে দুজনকে আটক করেন এবং তাদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেন। স্থানীয়রা পরে পুলিশে খবর দিলে আখাউড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

বাড়ির মালিক জয়নাল মিয়া বলেন, “নামাজের সময় পরিকল্পিতভাবে ওই তরুণ ও তরুণী বাড়িতে ঢুকে আমার স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে স্বর্ণালংকার নিয়ে পালাতে চেয়েছিল। সৌভাগ্যবশত স্থানীয়দের সহযোগিতায় ধরা পড়েছে।”

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, “আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish