Top 5 This Week

আনচেলত্তির প্রথম ব্রাজিল দল ঘোষণা, চমকে নেই নেইমার

বিডিটাইম ডেস্ক

ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েই প্রথম স্কোয়াড ঘোষণা করেছেন ইতালিয়ান tactician কার্লো আনচেলত্তি।

২০২৬ ফিফা বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে জুন মাসে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ব্রাজিল। সেই লক্ষ্যেই ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন আনচেলত্তি। তবে ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় অনুপস্থিতি হলো—নেইমার জুনিয়র।

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা নেইমার বর্তমানে পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন। তার অনুপস্থিতি একদিক থেকে অনুমিত হলেও, ভক্তদের জন্য এটি একটি বড় ধাক্কা। তবে দল গঠনে আনচেলত্তি যে তরুণদের ওপর আস্থা রাখছেন, সেটি স্পষ্ট হয়ে উঠেছে।

তরুণদের ওপর আস্থা
এই স্কোয়াডে বেশ কিছু নতুন ও তরুণ মুখ দেখা যাচ্ছে। পালমেইরাসের ১৭ বছর বয়সী উইঙ্গার এস্তেভাও, যিনি সম্প্রতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন, প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। আবার ফিরেছেন আন্দ্রেই সান্তোস ও উগো সুজা’র মতো প্রতিভাবান খেলোয়াড়রাও।

অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়
দলে আছেন অভিজ্ঞ খেলোয়াড়রাও। গোলরক্ষক আলিসন, মিডফিল্ডার কাসেমিরো, ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসনের মতো তারকারা আছেন আনচেলত্তির পরিকল্পনায়। পাশাপাশি ভিন্ন ভিন্ন ক্লাব থেকে নেওয়া খেলোয়াড়রা দলটিকে বৈচিত্র্য দিয়েছে।
নেইমারকে ছাড়াই লড়াইয়ে নামবে সেলেসাও
নেইমার ছাড়াও ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা হয়নি এদের মিলিতাও, গ্যাব্রিয়েল জেসুস, থিয়াগো সিলভার মতো কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ের। আনচেলত্তি আক্রমণভাগে ভিনিসিয়ুস, মার্তিনেল্লি, রিচার্লিসন ও রাফিনিয়ার ওপর আস্থা রেখেছেন।

তরুণদের জন্য এটি নিজেদের প্রমাণ করার সুবর্ণ সুযোগ হতে পারে, আর কোচ আনচেলত্তির জন্যও এটি হবে তার পরিকল্পনার কার্যকারিতা যাচাইয়ের প্রথম পরীক্ষা।

ব্রাজিল তাদের পরবর্তী দুটি ম্যাচ খেলবে আগামী মাসে, যেখানে প্রতিপক্ষ হবে শক্তিশালী দক্ষিণ আমেরিকান দলগুলো।

ঘোষিত স্কোয়াড:

গোলরক্ষক:
আলিসন (লিভারপুল), বেন্তো (আল নাসর), উগো সুজা (করিন্থিয়ানস)

ডিফেন্ডার:
আলেক্স সান্দ্রো, দানিলো, লিও ওরতিজ, ওয়েসলি (ফ্ল্যামেঙ্গো);
বেরালদো, মারকিনিওস (পিএসজি);
আলেক্সসান্দ্রো (লিল), কার্লোস আলগুস্তো (ইন্টার মিলান), ভ্যান্ডারসন (মোনাকো)

মিডফিল্ডার:
আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহাম), ব্রুনো গিমারাইস (নিউক্যাসল), আন্দ্রেই সান্তোস (স্ত্রাসবুর্গ),
কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এদেরসন (আতালান্তা), গেরসন (ফ্ল্যামেঙ্গো)

ফরোয়ার্ড:
এস্তেভাও (পালমেইরাস), আন্তনি (রিয়াল বেতিস), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল),
মাতেউস কুনিয়া (উলভস), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ),
রাফিনিয়া (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম)

আনচেলত্তির অধীনে এটিই হবে ব্রাজিল দলের প্রথম ম্যাচ। নতুন কোচের অধীনে নতুন চেহারার এই দল কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার বিষয়। তরুণদের নিয়ে গড়া এই স্কোয়াড বিশ্বকাপ বাছাইয়ের কঠিন লড়াইয়ে কতটা সফল হয়, সেদিকে তাকিয়ে আছে গোটা ফুটবল বিশ্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish