Top 5 This Week

আনোয়ারায় সিএনজি চালকের রহস্যজনক মৃত্যু

Spread the love

বিডিটাইম ডেস্ক 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি ভাড়া বাসা থেকে আরাফাতুল ইসলাম (২২) নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ মে) রাত ৮টার দিকে উপজেলার কালাবিবির দীঘিস্থ রাজু কলোনির একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আরাফাত উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া ওয়ার্ডের হাজিপাড়া দৈলার বাড়ির মোহাম্মদ কাইছার ড্রাইভারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে বাসার জানালা দিয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পান তারা। পরে ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা মোহাম্মদ কাইছার বলেন, “এক বছর আগে আরাফাত আমাদেরই ইউনিয়নের সরেঙ্গা গ্রামের এক মেয়েকে বিয়ে করে। তাদের একটি ৪০ দিনের শিশু সন্তানও রয়েছে। সে কোথায় বাসা নিয়েছে, তা আমরা জানতাম না। এখন জানতে পারলাম, সে একটি ভাড়া বাসায় আত্মহত্যা করেছে।”

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, “ঘটনাস্থলে গিয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।”

পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish