Top 5 This Week

আন্দোলনের মুখে পটিয়ার ওসি প্রত্যাহার

পটিয়া প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) টানা আন্দোলনের মুখে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার(২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাকে সরিয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

তার স্থলাভিষিক্ত হিসেবে চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু চাকমাকে নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম।

এর আগে, পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছাত্রলীগের দীপঙ্কর দে নামে একজনকে আটককে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা দীপঙ্করকে আটক করে থানায় নিয়ে যান। তাদের দাবি, তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী। তবে তার নামে কোনো মামলা না থাকায় পুলিশ শুরুতে গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানায়। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।

এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে আন্দোলনকারীরা। তারা অভিযোগ করেন, পুলিশ দীপঙ্করের বিরুদ্ধে মামলা না নিয়ে উল্টো তাদের ওপর লাঠিপেটা চালায়। এতে কয়েকজন আহত হন। অপরদিকে পুলিশ দাবি করে, নেতাকর্মীরা মারতে মারতে দীপঙ্করকে থানায় নিয়ে আসেন এবং থানার ভেতরে একপ্রকার ‘মব’ পরিস্থিতি তৈরি করেন। পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে আইনগত সীমার মধ্য থেকেই ব্যবস্থা নেয়।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। টানা ৯ ঘণ্টার অবরোধে উভয় পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

একই দাবিতে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি)নেতাকর্মীরা চট্টগ্রাম নগরীর জাকির হোসেন সড়কে দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন।

টানা চাপ ও উত্তেজনার প্রেক্ষাপটে পুলিশ প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নিয়ে ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করে তার স্থানে যুযুৎসু চাকমাকে পদায়ন করে। আন্দোলনকারীরা বলছেন, এটি তাঁদের আস্থার জয় হলেও প্রশাসনের নিরপেক্ষতা রক্ষা করতে হলে আরো দায়মুক্ত তদন্ত প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish