Top 5 This Week

আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িতদের বরখাস্ত 

বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত দুই শিক্ষক ও সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১০৮তম সভায় এ সিদ্ধান্তগুলো গৃহীত হয়।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ, ছাত্র সংসদ চালু এবং শিক্ষক নিয়োগে অনিয়মের তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ল প্রেস ব্রিফিংয়ে উপাচার্য প্রফেসর শওকাত আলী বলেন , বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী পরিচালিত হবে এবং শিক্ষার্থীদের নৈতিক ও একাডেমিক শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিট বাণিজ্য এবং দখলদারিত্ব নিষিদ্ধ থাকবে। কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। যদি এমন সংযোগ থেকে থাকে তবে বিশ্ববিদ্যালয়ের আইনের অধীনে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন,  আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হবে। সাবেক শিক্ষার্থীদের ক্ষেত্রে সরাসরি মামলা এবং বর্তমান শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শৃঙ্খলা কমিটির মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে কারো যাতে হয়রানির শিকার হতে না হয় সেদিকেও সতর্ক নজর থাকবে।

তিনি আরও বলেন, ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়ে অচিরেই ছাত্র সংসদ চালু করা হবে। তিনটি আবাসিক হলেও ছাত্র সংসদ স্থাপন করা হবে, যা নিয়ে একটি কমিটি ইতোমধ্যে গঠিত হয়েছে।

সভায় আরো জানানো হয়, কর্মস্থলে অনুপস্থিত থাকা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি মঞ্জুর না করার সিদ্ধান্ত হয়েছে এবং অনুপস্থিতির জন্য কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিশেষ উন্নয়ন প্রকল্পে এবং পরিবহন পুলের বাস বিক্রয়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগের বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যের দুটি পৃথক তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish