বিডিটাইম ডেস্ক
দেশের ফ্যাশন ফটোগ্রাফির একজন প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। শুক্রবার (২০ জুন) রাত ৯টার দিকে ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
চয়নিকা চৌধুরী তার ফেসবুকে জানিয়েছেন, চঞ্চল মাহমুদ ভাইকে তার শেষ ইচ্ছা অনুযায়ী শনিবার (২১ জুন) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে নেয়া হবে এবং পরে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
বেশ কয়েক বছর যাবত অসুস্থতায় ভুগছিলেন চঞ্চল মাহমুদ। চারদিন আগে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে আলোকচিত্রের মাধ্যমে ফ্যাশন শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন চঞ্চল মাহমুদ। তিনি ‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’ নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতেন। তার ফটোগ্রাফি নিয়ে দেশের বিভিন্ন জায়গায় একাধিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও তিনি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির একজন সক্রিয় সদস্য ছিলেন।
অনেক প্রখ্যাত মডেল ও অভিনেতা-অভিনেত্রীর ক্যারিয়ার শুরু হয়েছিল তার ক্যামেরার মাধ্যমে। তার প্রয়াণে দেশের আলোকচিত্র ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।