Top 5 This Week

আ.লীগকে নিষিদ্ধ ও সুচিকিৎসার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান জুলাই আহতদের

Spread the love

বিডিটাইম ডেস্ক

আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা, ‘জুলাই সনদ’ প্রকাশ এবং আহতদের সুচিকিৎসার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুলাই আন্দোলনে আহতরা। রোববার (১১ মে) রাত ১০টায় তারা শাহবাগ মোড় থেকে সরে গিয়ে জাদুঘরের সামনের ফুটপাতে অবস্থান নেন।

এর আগে রাত ৯টার দিকে পুলিশ এসে শাহবাগ মোড়ের গুরুত্বপূর্ণ চারটি সড়কে দেওয়া ব্যারিকেড সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে তখনও শাহবাগ মোড়ের মাঝখানে বসে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। কিছুক্ষণ পর তারা আন্দোলনের স্থান পরিবর্তন করে জাদুঘরের সামনে যান।

আন্দোলনকারীরা জানান, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা, ‘জুলাই সনদ’ প্রকাশ এবং আহতদের পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করা তাদের মূল দাবি। এসব দাবির পক্ষে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish