Top 5 This Week

ইউআইইউতে শিক্ষার্থীদের শাস্তি বহাল, ফের আন্দোলনের হুঁশিয়ারি

বিডিটাইম ডেস্ক

আন্দোলনের মুখে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করলেও বিভিন্ন মেয়াদে শাস্তি বহাল রেখেছে। ফলে আন্দোলনরত শিক্ষার্থীরা ফের বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শাস্তিপ্রাপ্ত ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ২৪ জনের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে এদের সবাইকে দুই সেমিস্টারের জন্য অস্থায়ী বহিষ্কার করা হয়েছে, যা আগের সিদ্ধান্ত অনুযায়ী বহাল রয়েছে।

এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার (২২ জুন) সকাল থেকে রাজধানীর নতুনবাজার মোড়ে আবারও সড়ক অবরোধ (ব্লকেড) কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

শিক্ষার্থীদের অন্যতম প্রতিনিধি সালমান বারী রিজাল বলেন, ‘বিকেলে আমাদের সঙ্গে বৈঠকে কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার কথা বলেছিল। কিন্তু রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায়, তাতে বিভিন্ন শর্ত আরোপ করা হয়েছে। স্থায়ী বহিষ্কার তুলে নেওয়া হলেও অস্থায়ী বহিষ্কার বহাল রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটা আমরা মেনে নিচ্ছি না। আমরা কর্তৃপক্ষের সঙ্গে আবারও আলোচনায় বসেছি। তবে আমাদের একদম স্পষ্ট দাবি— নিঃশর্তভাবে সকল শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার করতে হবে। না হলে আন্দোলন চলবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শনিবার রাত পর্যন্ত কোনো নতুন মন্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish