Top 5 This Week

ইবিতে ডিজিটাল ডিসপ্লে টিভি উদ্বোধন

Spread the love

 

ইবি প্রতিনিধি:

 

শিক্ষক-শিক্ষার্থী কিংবা বহিরাগত মেহমানদের কাছে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্যাদি তুলে ধরতে ‘ডিজিটাল ডিসপ্লে’ উদ্বোধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে করে অপরিচিত পরিদর্শকেদর অজানাকে জানার পথ দেখা বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১২ টায় প্রশাসন ভবনের নিচ তলায় প্রবেশমুখে এ ডিসপ্লে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী সহ শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, মূলত এখানে ক্যাম্পাসের বিভিন্ন বিল্ডিং, আবাসিক হল, একাডেমিক কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনার শর্ট ভিডিও থাকবে। যেখানে ক্যাম্পাসের ইনফরমেশন শো করবে। একজন বাহিরের মেহমান আসলে যেন সহজেই ক্যাম্পাস সম্পর্কে ধারণা নিতে পারে। নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ডাইনামিক ব্যক্তি। যার হাত ধরেই আন্তর্জাতিক মানের ডিজিটালাইজেশনের এটিই প্রথম ধাপ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বর্তমান ডিজিটাল যুগ, এই যুগে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের করতে হলে আমাদের ডিজিটাল ক্ষেত্রটার প্রতি গুরুত্ব দিতে হবে। আমাদের মধ্যে অনেকেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানি না বা বিশ্ববিদ্যালয়ে মাঝেমধ্যে যে বুলেটিং গুলো বের হয় সেগুলোও পড়ি না। তাদের সুবিধা সহ বহিরাগত ভিজিটরদের জন্য বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করার সুযোগ হয়েছে। কিভাবে ডিজিটালাইজেশনের দিকে বিশ্ববিদ্যালয়টাকে নিয়ে যাওয়া যায় সেই ভাবনা নিয়েই সবার সাথে এগিয়ে যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish