Top 5 This Week

ইবিতে শহীদ আবু সাইদ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘ধানসিঁড়ি’

Spread the love

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল কর্তৃক আয়োজিত ‘শহীদ আবু সাইদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৪’ এ চ্যাম্পিয়ন হয়েছে হলের দক্ষিণ ব্লকের ধানসিঁড়ি ফ্লোর। শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে উত্তর ব্লকের অরুণোদয় ফ্লোরকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সহ সাদ্দাম হোসেন হল প্রভোস্ট অধ্যাপক ড. মো: আবুল কালাম আজাদ, শেখ রাসেল হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদের, আই আই ই আর এর পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল হোসাইন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ম্যাচের প্রথমার্ধেই গোল করে লিড নিয়ে নেয় অরুণোদয় ফ্লোর। দ্বিতীয়ার্ধে শিব্বিরের টানা দুই গোলের মাধ্যমে খেলায় লিড নেয় ধানসিঁড়ি ব্লক। ফলে ধানসিঁড়ি ফ্লোর ২-১ গোলে এগিয়ে থেকে নির্ধারিত সময় শেষ হয় ম্যাচের। পরবর্তীতে যোগ করা সময়ে আবারও গোল করে অরুণোদয় ফ্লোর। ফলে ম্যাচের ফলাফল দাঁড়ায় ২-২ গোলের সমতায়।

ফলস্বরূপ ম্যাচের জয়-পরাজয় নির্ধারণ করতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে নির্ধারিত তিনটি শটে উভয় দল গোল করতে সক্ষম হয়। ফলে টাইব্রেকারে সাডেন ডেথে যেতে হয় রেফারিকে ম্যাচের জয়-পরাজয় নির্ধারণ করতে। সাডেন ডেথে গোল করতে ব্যর্থ হয় অরুণোদয় ফ্লোর। ফলে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ধানসিঁড়ি ফ্লোর।

ম্যাচ শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, শহীদ আবু সাইদের স্মরণে সাদ্দাম হোসেন হলের আয়োজনে আজকের এই খেলা। বিজয়ী এবং বিজিত উভয় দলকেই অভিনন্দন জানাই। আবু সাইদ আমাদের অস্তিত্বের প্রতীক, আবু সাইদ আমাদের ঐক্যের প্রতীক, আবু সাইদ আমাদের সাহসিকতার প্রতীক এবং আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা। খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্বের সৃষ্টি হয়। জয়-পরাজয় থাকবেই। তবে এই খেলাধুলার মাধ্যমেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish