Top 5 This Week

ইবিতে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা

Spread the love

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দখলদার ইসরায়েলের হামলায় শহিদ হওয়ায় হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দিন খান।

রোববার (২০ অক্টোবর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এয়াকুব আলী ও বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট-সহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।

এসময় শিক্ষার্থীরা বলেন, দখলদার ইসরায়েল বাহিনী হয়তো ভেবে নিয়েছিলো একজনকে মেরে মুসলিম শক্তিকে দমিয়ে দেয়া যাবে। তাদেরকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, একজন হামাস প্রধানকে মেরে ফেলে মুসলিম জনতাকে থামিয়ে দেওয়া যাবে না। তার শাহাদাতের মাধ্যমে তিনি জান্নাতে চলে গেছেন আমরা আশাবাদী। তার জায়গায় যিনি স্থলাভিষিক্ত হবেন তার নেতৃত্বে হামাস আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি মুক্তিকামী জনতা যুদ্ধ করছে। আমাদের সর্বাত্মক সহযোগিতা এবং আমাদের হৃদয়ের রক্ত তাদের সাথে আছে। এছাড়াও সারা বিশ্বের নির্যাতিত মুক্তিকামী জনতার পাশে আমাদের কণ্ঠস্বর উজ্জীবিত থাকবে। এই প্রত্যয় আমাদের থাকা উচিত। এটা আমাদের ঈমানি দায়িত্ব। এই শহিদের শাহাদাতকে আল্লাহ পূর্ণ মাত্রায় কবুল করুক এইটাই আমাদের প্রত্যাশা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish